খুলনায় মেয়র প্রার্থীরা ভোটারদের মুখোমুখি

ভোটারদের মুখোমুখি হলেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া ৫ মেয়র প্রার্থী।

শনিবার সকালে খুলনার হাদিস পার্কে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীদের পাশাপাশি অপর তিন রাজনৈতিক দলের প্রার্থীরাও। ভোটারদের নানা প্রশ্নের উত্তরের পাশাপাশি তুলে ধরলেন তাদের নির্বাচনী অঙ্গীকার।

জনগণের সামনে তাদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে ভোটারদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশ্নের পাশাপাশি ভোটাররা মেয়র প্রার্থীদের কাছে নগরী ও নাগরিক সেবা নিয়ে তাদের প্রত্যাশার কথা জানান।

এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রার্থী ও তাদের প্রতিশ্রুতি সম্পর্কে ভোটারার স্পষ্ট ধারণা পেয়ে থাকেন, যা ভবিষ্যত নেতা নির্বাচনে সচেতন করবে বলে জানান আয়োজকরা। এসময় ভোটাররা অসৎ, অযোগ্য ও গণবিরোধী ব্যক্তিকে ভোট না দেয়ার অঙ্গীকার করে শপথ বাক্য পাঠ করেন।

আরজেড/