খুলনা মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ২২ কোটি ৫০ লাখ টাকা মুল্যের সোয়া দুই কেজি কোকেনসহ ৬ জনকে আটক করেছে র্যাব। ১২ আগস্ট শনিবার দুপুরে সদর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬ খুলনার অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, জনৈক সোহেল রানা, এসএম এরশাদ হোসেন, আরিফুর রহমান, ফজলুর রহমান, বিকাশ চন্দ্র মন্ডল ও বিকাশ চন্দ্র বিশ্বাস।
র্যাব-৬ অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, গত ১১ আগস্ট শুক্রবার সকালে নগরীর ময়লাপোতা থেকে প্রথমে জনৈক সোহেল রানাকে ২৩০ গ্রাম কোকেনসহ আটক করা হয়। তারপর নগরীর বিভিন্ন স্থানে এবং খুলনা জেলার চালনায় অভিযান চালিয়ে কোকেন ব্যবসার সঙ্গে জড়িত আরো ৫ জনকে আটক করা হয়। এরমধ্যে রুপসা উপজেলার রাজাপুর একটি বাসা থেকে বিকাশ চন্দ্র বিশ্বাসের কাছ খেকে ২ কোজি ২০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলো বলে জানান তিনি।
আজকের বাজার: এমএম/ ১২ আগস্ট ২০১৭