জেলার রূপসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক যুবককে আটক করেছে।
আটক ফজর মোল্লা বাবু (৩৫) রূপসা উপজেলার জাবুসা এলাকার হারেজ মোল্লার ছেলে। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।
পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর পরিবার জানায়, শিশুটি বাগেরহাটের ফকিরহাট উপজেলার খাজুরা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। করোনাভাইরাসের কারণে মাদ্রাসা বন্ধ থাকায় কয়েক দিন আগে সে জাবুসায় খালার বাড়ি বেড়াতে আসে।
গত সোমবার রাতে পাশের বাড়ির ফজর মোল্লা শিশুটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে রূপসার নৈহাটি দক্ষিণপাড়া এলাকা থেকে ফজর মোল্লাকে আটক করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আর ধর্ষককে ইতোমধ্যে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।