জেলার দিঘলিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন তিন বন্ধু। এ ঘটনায় সোমবার বিকালে দিঘলিয়া থানায় মামলা করার পর পুলিশ শাহিন(২৬)নামে একজনকে গ্রেপ্তার করেছে। সেই সাথে ওই ছাত্রীকে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, দিঘলিয়ার চন্দনিমহল এলাকায় শরিফুল ইসলাম(৩০)নামে এক যুবক বিভিন্ন সময়ে কৌশলে ওই ছাত্রীর আপত্তিকর ছবি তুলেন। গত ১৪ ফেব্রুয়ারি শরিফুল ছবি ফেরত দেয়ার কথা বলে মেয়েটিকে ডেকে নেয় এবং রাতে নিজের বাসায় তিনি ও তার দুই বন্ধু শাহিন এবং কাজল মিলে তাকে ধর্ষণ করেন।
নির্যাতিত মেয়েটি পর দিন সকালে বাড়ি ফিরে অভিভাবকদের বিষয়টি জানায়। পরে সোমবার দুপুরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে স্বজনরা দিঘলিয়া থানায় হাজির হয় এবং বিকালে মামলা করে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মঞ্জুর মোর্শেদ বলেন,‘তিনজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। শাহিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান