খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা এলাকায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত রাসেল মোল্লা (২১) ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে ও খুলনার ব্রজলাল কলেজের (বিএল) মার্কেটিং প্রথম বর্ষের শিক্ষার্থী। এ দুর্ঘটনায় মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের খবির বিশ্বাসের ছেলে ও শাহাপুর মধুগ্রাম কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র হুমায়ুন বিশ্বাস (২০) এবং মাজেদুল গাজী চেচুড়ি গ্রামের গনি গাজীর ছেলে ও বিএল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মাজেদুল গাজী (২২) আহত হন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিন বন্ধু মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে গাড়াখোলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থাকা বাঁশে সজোরে ধাক্কা খেয়ে তারা ছিটকে পড়েন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত্যু ঘোষণা করেন। আহত হুমায়ুন ও মাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান