খুলনায় ১১ দফা দাবিতে পাটকলশ্রমিকরা বিক্ষোভ করছে।
রোববার সকাল ৯ টায় শ্রমিক-কর্মচারীরা স্ব স্ব মিল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর নতুন রাস্তার মোড়ে জড়ো হয়।এ সময় তারা তাদের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও স্টার জুট মিলের শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে এবং আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন ও আলীম জুট মিলের শ্রমিকরা মিলের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন। মিলে উৎপাদন বন্ধ রয়েছে।
পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম বলেন, ‘বিজেএমসির অন্যান্য মিলের ন্যায় সুযোগ-সুবিধা প্রদানসহ ১১ দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি মানা হচ্ছে না। এ কারণে আমরা শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছি সিটি করপোরেশনের ভোটকেন্দ্রে যাব না।’
আগামী ৪ মে শ্রমিক সমাবেশের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম।
আরজেড/