খুলনায় ১৯তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে গতকাল। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টায় নগরীর সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
খুলনা চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি কাজী আমিনুল হক। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড .মুহা: আনোয়ার হোসেন, কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবীর, ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রায়না। এছাড়া চেম্বার পরিচালকবৃন্দ, সরকারী দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এ.এ