আসন্ন বিপিএলের পঞ্চম আসরের জন্য তিনজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে আসরের জনপ্রিয় দল খুলনা টাইটান্স। বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটির নিজস্ব ফেসবুক পেইজে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে এ ব্যাপারে অবহিত করা হয়।
বিদেশি ক্রিকেটার তিনজন হচ্ছেন- ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট, ইংল্যান্ডের ব্যাটসম্যান ডাউইড মালান এবং একই দেশের অলরাউন্ডার বেনি হাওয়েল।
বিপিএলের প্রস্তুতি হিসেবে সব দলই বিশ্বের টি২০- স্পেশালিষ্ট ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্তি শুরু করেছে। যথারীতি এতে পিছিয়ে নেই খুলনা টাইটান্সও। সম্প্রতি দলটিতে নাম লেখানো তিন ক্রিকেটারই বিশ্বের ঘরোয়া টি-২০ লিগগুলোতে জনপ্রিয় মুখ।
ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ২১টি টি-২০ ম্যাচ। বল এবং ব্যাট উভয় ক্ষেত্রেই সমান পারদর্শী ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে ৮১টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।
অন্যদিকে ইংলিশ ব্যাটসম্যান ডাউইড মালান জাতীয় দলের জার্সি গায়ে মাত্র ১টি টি-২০ ম্যাচ খেললেও আছে ঘরোয়া ক্রিকেট মাতানোর অভিজ্ঞতা। এখন পর্যন্ত ১৪০টি টি-২০ ম্যাচ খেলেছেন বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ঘরোয়া দলের হয়ে।
জাতীয় দলের অভিজ্ঞতা নেই অবশ্য বেনি হাওয়েলের। তবে ২৮ বছর বয়সী ফ্রান্সের বংশোদ্ভূত ক্রিকেটার ৮৯টি ঘরোয়া টি-২০ ম্যাচে খেলেছেন দাপটের সাথেই।
আজকের বাজার: সালি / ২৪ আগস্ট ২০১৭