জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি খুলনা পাওয়ারের শেয়ার লেনদেনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির লেনদেনের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে।
এদিকে কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা পরিচালক সামিট কর্পোরেশন লিমিটেড পাবলিক মার্কেটের পরিবর্তে ব্লক মার্কেটে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এক কোটি ৫৯ লাখ ৪ হাজার ৪৩৫টি শেয়ার বেচবে। এই কর্পোরেট উদ্যোক্তার কাছে কোম্পানির মোট এক কোটি ৮০ লাখ ৬৪ হাজার ২৩৫টি শেয়ার রয়েছে।
এর আগে গত বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ৯ ধারার ৭ উপধারা ও ডিএসই লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ৫০ (১) অনুযায়ি, খুলনা পাওয়ারের লেনদেন স্থগিত করা হয়েছিল।