খুলনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

করেনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় খুলনা মহানগরী ও জেলায় সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুন) থেকে এ লকডাউন কার্যকর হবে।
শনিবার দুপুরে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, খুলনায় করোনার সংক্রমণ ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার ও সোমবার আগের দেয়া বিধিনিষেধ অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, লকডাউন চলাকালীন খুলনা মহানগরী ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। ওষুধ ও জরুরি কাঁচামাল ব্যতীত সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ-র‍্যাব সদস্য, জনপ্রতিনিধিরা একত্রে কাজ করবেন।