সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অপরদিকে ঢাকা ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায়ও মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথ দেশের কোথাও- কোথাও ভারী বর্ষণ হতে পারে।
আজ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এদিকে তাপ প্রবাহ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তেতুলিয়া, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চল এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে যে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু-কিছু জায়গায় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।