খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৯৮ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

মঙ্গলবার (১৫ মে) সকাল ৮ টা থেকে ব্যাপক নিরাপত্তার মাধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, খুলনা সিটি করপোরেশনে ৪ লাখ ৯৩ হাজার ভোটার রয়েছে।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেক (নৌকা), বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টি (জাপা) মনোনীত এসএম শফিকুর রহমান মুশফিক(লাঙ্গল),ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুজ্জাম্মিল হক(হাতপাখা)ওসিপিবি মনোনীত মোঃ মিজানুর রহমান বাবু(কাস্তে)।

এর পাশাপাশি ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ ১৮৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুলনা সিটি কোরপোরেশন নির্বাচনে ২৯৮ টি কেন্দ্রের ২৩৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে সনাক্ত করেছে নির্বাচন কমিশন।আর ৫৫টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে সনাক্ত করা হয়েছে।

প্রতিটি সাধারণ কেন্দ্রে ২২ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

এবার ভোট কক্ষ রয়েছে এক হাজার ৫৬১টি। এ ছাড়া অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৫৫টি। এ সব ভোট কেন্দ্রে চার হাজার ৯৭২ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

খুলনা সিটি  নির্বাচনে দুটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সাহায্যে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ দুটি ভোট কেন্দ্র হচ্ছে কেসিসির ২৪ নম্বর ওয়ার্ডের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই কেন্দ্র।

আরডেজ/