গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশে আইনী লড়াইয়ে যাবার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। একইসঙ্গে খুলনার সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে খুলনাবাসীকে ভোট উৎসবের জন্য প্রস্তুত হতেও বলেছেন সিইসি।
সব পক্ষের মতামত নিয়ে এবং কোনো জটিলতা না থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলো ইসি।
শেষ পর্যন্ত ভোটের এক সপ্তাহ আগে গতকাল দুপুরে গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।
আদালতের বিষয় তাই এখানে নির্বাচন কমিশন অসহায় জানিয়ে সিইসি বলেছেন, যতো দ্রুত সম্ভব আইনগত উদ্যোগ নেবেন তারা।
কুমিল্লা এবং রংপুরের পর খুলনায় সুষ্ঠু নির্বাচনের আরো একটি উদাহরণ তৈরির জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সিইসি।
আজকের বাজার/ এমএইচ