গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতুরের ছুটি শেষে সোমবার খুলে দেওয়া হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আবাসিক হলগুলো। তবে ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকশনা দপ্তর বিষয়টি জানিয়েছে। ২৪জুন এক জরুরী বৈঠকে বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ৩১মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো এবং সেই সাথে তাৎক্ষণিক ছাত্রছাত্রীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছিল।
রাসেল/