হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের আন্তর্জাতিক বিমান বন্দরটি ১১ সপ্তাহ বন্ধ থাকার পর সোমবার খুলে দেয়া হয়েছে।
দেশটিতে সংঘবদ্ধ সহিংসতা তীব্র রূপ নেয়ার প্রেক্ষাপটে বিমান বন্দরটি বন্ধ করে দেয়া হয়েছিল।
এখন পর্যন্ত একটি এয়ারলাইন্স সানরাইজ এয়ারওয়েজ পোর্ট-অ-প্রিন্স ও ফ্লোরিডার মিয়ামির মধ্যে ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে সোমবার সন্ধ্যায় ফ্লোরিডাগামী একটি ফ্লাইট টাউসাইন্ট লুভারচার আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানবন্দর বন্ধ শেষে পুনরায় খোলার পর এই বিমানই প্রথম চলাচল শুরু করলো।
সানরাইজ জানিয়েছে, বর্তমানে সোমবার, বুধবার ও শনিবার তাদের বিমান চলাচল করবে।
সংঘবদ্ধ চক্রের সমন্বিত আক্রমণের প্রেক্ষিতে টাউসাইন্ট লুভারচার আর্ন্তজাতিক বিমানবন্দরটি মার্চের প্রথম দিকেই বন্ধ করে দেয়া হয়।
সংঘবদ্ধ চক্রটি প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগের দাবিতে নানা ধরনের সংঘাতমূলক কাজ শুরু করে। একপর্যায়ে হেনরি পদত্যাগ করে কেনিয়া চলে যান। কিন্তু বিমানবন্দরে নিরাপত্তাহীনতার কারনে তিনি দেশে ফিরতে ব্যর্থ হন।
তার পদত্যাগের পর থেকে একটি অস্থায়ী পরিষদ হাইতির শাসন কাজ চালিয়ে যাচ্ছে। (বাসস ডেস্ক)
খুলে দেয়া হয়েছে হাইতির বিমান বন্দর
![](https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2024/05/image-138494-1716263073-1.jpg)