খেলছেন না আন্দ্রে রাসেল

আজ সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বাসেতেরেতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সেন্ট কিটসের হাই স্কোরিং উইকেটে হবে ম্যাচটি।

সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় ক্যারিবীয়রা। শেষ ওভারের অবিশ্বাস্য জয়ের পর অনেকটা উজ্জিবিত জেসন হোল্ডারের শিবির।

তবে হঠাৎ এক ইনজুরির খবরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে ক্যারিবীয়রা। দলের অন্যতম অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে শেষ ম্যাচে পাবে না ওয়েস্ট ইন্ডিজ।

পুরনো হাঁটুর ইনজুরি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তার। আর সে কারণেই সিরিজের বাঁচা-মরার লড়াইয়ের শেষ ম্যাচে এ হার্ডহিটারকে পাচ্ছেনা ওয়েস্ট ইন্ডিজ দল।
এ ম্যাচে রাসেলকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আন্দ্রে রাসেলের জায়গা আজ খেলতে পারেন ডানহাতি পেসার শেলডন কটরেল।

সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, রভম্যান পাওয়েল, শেলডন কটরেল, কেমো পল ও কিয়েরন পাওয়েল।

আজকের বাজার/আরআইএস