মেহরাজ মোর্শেদ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলার কথা থাকলেও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় খেলছেন না তামিম।
উরুর ইনজুরি অনেকটা কাটিয়ে উঠে নির্বিঘ্নে ব্যাটিং প্র্যাকটিস করলেও রান নেয়ার সময় ব্যাথা অনুভব করছেন এ ড্যাশিং ওপেনার।
অপরদিকে প্র্যাকটিস সেশনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে আঘাত পাওয়ার কারণে কাটার মাস্টার মোস্তাফিজেরও আজ খেলতে নামা হচ্ছে না।
সৌম্য সরকার প্রথম ম্যাচের দলে না থাকায় আজ ওপেনিংয়ে ইমরুল কায়েস এর সঙ্গী হচ্ছেন খন্ডকালীন উইকেট রক্ষক লিটন দাস।
নাসির হোসেনের সঙ্গে দলে ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ফিরেছেন টেস্ট সিরিজে বিশ্রামে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।
আজকের বাজার : এমএম / ১৫ অক্টোবর ২০১৭