খেলাপি ঋণ কমাতে ব্যাংকারদের পদক্ষেপ জরুরি

ক্রমবর্ধমান খেলাপি ঋণ (নন পারফর্মিং লোন) ব্যাংকিং খাতের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগের প্রবাহ বজায় রাখার জন্য বিপুল পরিমাণ খেলাপি ঋণ সামলাতে অনেক ব্যাংকার আরো দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন। খবর: বাসস।

সাউথ ইস্ট ব্যাংকের (এসইবিএল) ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন বলেন, এনপিএল সহনীয় মাত্রায় কমিয়ে আনতে শিগগিরই আমরা কার্যকর পদক্ষেপ নেব। ঋণ অনুমোদনের জন্য প্রথম অবশ্য সম্পদের মান নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, এনপিএল গত বছরের শেষ ও চতুর্থ ত্রৈমাসিকের ৬২১ দশমিক ৭২ বিলিয়ন টাকা থেকে বেড়ে গত জানুয়ারি-মার্চ মেয়াদে বেড়ে দাঁড়িয়েছে ৭৩৪ দশমিক ০৯ বিলিয়ন টাকা।

কামাল হোসেন বলেন, ব্যাংকাররা যদি বিনিয়োগ থেকে লাভ করতে চান তাহলে তাদের গ্রাহকদের ব্যাপারে অবশ্য তদারকি জোরদার করতে হবে। প্রয়োজনে ব্যবসার ব্যাপারে পরামর্শ দিতে হবে।

তিনি বলেন, যদি কোন গ্রাহক লোকসানের মুখে পড়েন, এই লোকসান কাটিয়ে ওঠার জন্য ব্যাংক তাকে সুযোগ দেবে, যাতে তারা ঋণ পরিশোধ করতে পারে।

তিনি গ্রাহকদের অবস্থান যাচাই করে ঋণের অনুমোদন দেয়ার মাধ্যমে সুস্থ্য ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এনপিএলকে আর্থিক খাতের জন্য একটি মারাত্মক সমস্যা হিসেবে বর্ণনা করে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান এ ধরনের ঋণ আদায়ে ভারতের মতো এ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানী (এআরসি) গঠনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন। এ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানী যে সম্পদ ইতোমধ্যে এনপিএল ভুক্ত হয়েছে সে সম্পদ কার্যকর ও লাভজনক করে তোলে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স’র (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান বলেন, খেলাপি ঋন তৈরিতে অনুন্নত অবকাঠামোসহ অনেক গুলো কারণ রয়েছে।

এনপিএল সহনীয় মাত্রায় কমিয়ে আনতে ঋণ গ্রহিতাদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, খেলাপি ঋণে পরিণত হওয়া থেকে রক্ষার জন্য স্বল্পমেয়াদী ঋণের চেয়ে দীর্ঘমেয়াদী ঋণ তুলনামূলক ভালো।

এনপিএল কমানোর জন্য ব্যাংকের কার্যক্রম তুলে ধরে খান বলেন, তারা গ্রাহকদের সঙ্গে বৈঠক করছেন তাদের তদারকি করছেন এবং তাদের অনুরোধ অনুযায়ী সুদ কমিয়ে দিচ্ছেন যাতে তারা সংকট থেকে বেরিয়ে এসে ঋণ ফেরত দিতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ঋণ দেয়ার পরে ভবিষ্যতে যে কোন ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে ঋণদান প্রক্রিয়ার পর্যায়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তিনি বলেন, যখন খেলাপী ঋণ নিশ্চিত করা হয়, বিবি তখন সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে আলোচনা করে। খেলাপি ঋণের কারণে ব্যাংকের মূলধন এবং সিএএমইএলএস (এ্যাসেট কোয়ালিটি, ম্যানেজমেন্ট, আর্নিং, লিকুইডিটি এবং সেনসিটিভিটি) রেটিং ক্ষতিগ্রস্ত হতে পারে।

আজকের বাজার: আরআর/ ০৫ আগস্ট ২০১৭