খেলাপি ঋণ ৭৩ হাজার কোটি টাকা

 

ব্যাংকিং খাতের খেলাপি ঋণ বেড়ে ৭৩ হাজার কোটি টাকা হয়েছে। মাত্র ৩ মাসেই খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে মোট খেলাপি ঋণ ছিল ৬২ হাজার ১৭২ কোটি টাকা। চলতি বছরের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছর মার্চ প্রান্তিকে বাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এরমধ্যে খেলাপি হয়ে গেছে ১০ দশমিক ৪৭ শতাংশ।  গত ২০১৬ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলো সর্বমোট ৬ লাখ ৭৩ হাজার কোটি টাকা ঋণের মধ্যে ৯ দশমিক ২৫ শতাংশ খেলাপি হয়ে যায়।  বছর শেষে খেলাপি ঋণ দাঁড়ায় ৬২ হাজার ১৭২ কোটি টাকা।

মার্চভিত্তিক এ প্রতিবেদন  ব্যাংকগুলোর পাঠানো তথ্যের উপর ভিত্তি করে প্রস্তুত করেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে গত ডিসেম্বর ব্যাংকগুলো খেলাপি ঋণের যে তথ্য পাঠায় কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শনে সেখানে আরও খেলাপি ঋণের তথ্য পায়। সরকারি ৪ ব্যাংকের পাঠানোর তথ্যের তুলনায় পরিদর্শনে আরও ৪ হাজার কোটি টাকা খেলাপি ঋণ পায় কেন্দ্রীয় ব্যাংক।

নিজেদের হিসাব অনুযায়ী, জনতা ব্যাংক ১৭৭১ কোটি, অগ্রণী ৯২৭ কোটি, রুপালী ৬৯১ কোটি ও সোনালী ব্যাংক ৬৮২ কোটি টাকার খেলাপি গোপন করে।

আজকের বাজার:এলকে/এলকে/১৬ মে ২০১৭