রাশিয়ায় বিশ্বকাপে নিজের পারফর্ম্যান্সের জন্য যতোটা না আলোচনায় এসছেন তার চেয়ে বেশি সমালোচনায় ছিলেন ব্রাজিল তারকা নেইমার।
নতুন খবর হলো এবার নেইমার নিজেই স্বীকার করলেন, মাঝেমধ্যে তিনি তা করেছেনও।
মাঠে প্রতিপক্ষের ছোঁয়া লাগতে না লাগতেই পড়ে যাচ্ছেন, ফাউল আদায় করতে গড়াগড়ি দিচ্ছেন-এমন হাজারও অভিযোগে নেইমারের নামের পাশে জুড়ে গিয়েছিল 'অভিনেতা' তকমা। তার মাঠের কান্ড নিয়ে বিশ্বজুড়েই আলোচনা-সমালোচনা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে ট্রল।
নেইমার কি সবসময় মাঠে অভিনয়ই করেছেন? পরিসংখ্যান কিন্তু বলছে, রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন পিএসজি তারকা।
তবে মাঠে যে একেবারে তিনি 'ধোয়া তুলসী পাতা' ছিলেন, এমনও নয়। বিশ্বকাপের অনেকটা সময় পেরিয়ে যাবার পর ব্রাজিলিয়ান তারকা নিজেই স্বীকার করলেন, ফাউলের সময় প্রয়োজনের চেয়ে একটু বেশিই প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় অবশ্য কোনো সাক্ষাতকারে এমন স্বীকারোক্তি দেননি। মানুষের মনে
আজকের বাজার/আরআইএস