খেলা ছেড়ে গাঁজা ব্যবসায় সাবেক ফুটবলার

ভারতীয় ফুটবলে অন্যতম সফল একটি ক্লাব ইস্ট বেঙ্গল। আর এই ক্লাবের হয়েই খেলছেন সাবেক ফুটবলার আমজাদ আলি খান।

এই ফুটবলার ২০০০ সালে এশিয়ান জুনিয়র কাপ কোয়ালিফায়ার। ভারতীয় অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক হিসেবে গোল করে পাকিস্তানকে পরাজিত করেচন এই আমজাদ।

২০০৩ সালে আইএফএ শিল্ডে ইস্ট বেঙ্গলের হয়েও গোল করেন সাবেক ফুটবলার৷ আর এই ফুটবলারই এখন গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ফুটবলকে করেছেন কলঙ্কিত।

পুলিশ জানিয়েছে, বুধবার নিজের আদিবাড়ি হুগলির জাঙ্গিপাড়ায় ট্রাকে করে যাচ্ছিলেন আমজাদ আলি খান। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ট্রাকটিকে আটকায়।

ট্রাকে তল্লাশি করে ৫৪৫ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। এরপর ওই ফুটবলারকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, মণিপুর থেকে এই গাঁজা নিয়ে আসা হয়েছে।

আজকের বাজার/আরআইএস