খেলা দেখতে কলকাতায় যাচ্ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা: সৌরভ গাঙ্গুলি

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নভেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিনটি টি-২০ ও দু’টি টেস্ট খেলবে ভারতের সঙ্গে। আগামী ২২ নভেম্বর ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে কলকাতায় যাচ্ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এখবর নিশ্চিত করেছেন। সৌরভ জানিয়েছেন যে, শেখ হাসিনা প্রথা মেনে ইডেন বেল বাজিয়েই খেলার শুরু করবেন।খবর আইই বাংলা

ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে সৌরভ সাংবাদিকদের বললেন, “২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন। সব ঠিক থাকলেই উনিই ইডেন বেল বাজাবেন।” জানা যাচ্ছে যে, বাংলাদেশ দলের সদস্যদের সংবর্ধনাও দেওয়া হবে ওদিন। ঘটনাচক্রে আজ থেকে ১৯ বছর আগে সৌরভ ও সেই টেস্টে অধিনায়ক হিসাবে অভিষেক করেছিলেন। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেবার সৌরভের ভারত নইমুর রহমান দুর্জয়ের দলের বিরুদ্ধে ন’উইকেটে জিতেছিল। সেই বাংলাদেশ দলে ছিলেন হাবিবুল বাশার, হাসিবুল হোসেন শান্ত, আকরাম খান ও মহম্মদ রফিকের মতো খেলোয়াড়রা।

আজকের বাজার/লুৎফর রহমান