স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে ইকার ক্যাসিয়াস প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষনা দেয়ার একদিন পর তার বর্তমান ক্লাব পোর্তোর সভাপতি জর্জ নুনো পিন্টো দ্যা কস্তা বলেছেন, অবসর নিতে যাচ্ছেন বিশ্বকাপ শিরোপা জয়ী এই কিংবদন্তী ফুটবলার। ৩৮ বছর বয়সি ক্যাসিয়াস নিজের প্রার্থীতা ঘোষণার পর নিজের বর্নিল ফুটবল ক্যারিয়ারের অবসান ঘটতে যাচ্ছে বলে ধারনা করা হলেও অবসরের বিষয়টি একবারও নিশ্চিত করেননি তিনি।
পিন্টো মঙ্গলবার পর্তুগাল গণমাধ্যমকে বলেন,‘প্রার্থীতা ঘোষণার আগে ক্যাসিয়াস আমার কাছে এসে জানিয়েছেন যে তিনি ক্যারিয়ারের ইতি ঘটাতে চান।’
ক্যাসিয়াস ২০১৫ সালের শুরুর দিকে পোর্তোতে যোগ দিলেও এপ্রিলে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এর পর থেকে অবশ্য কোন প্রতিযোগিতামুল খেলায় অংশ নেননি তিনি। ২০১০ সালে স্পেনকে প্রথমবারের মত দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে শিরোপা এনে দেয়া ক্যাসিয়াসকে ওই প্রজন্মের শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয়।
স্পেনের হয়ে ১৬৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া ক্যাসিয়াস স্পেনকে দুইবার এনে দিয়েছেন ইউরোপীয় চ্যাম্পিয়ন শিরোপা। ২০০৮ ও ২০১২ সালে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরা এই ফুটবল তারকা রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ৭০০ টিরও বেশী ম্যাচ। এ সময় তিনি পাঁচ বার লা লীগা এবং তিন বার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও জয় করেছেন। কয়েকমাস ধরেই তিনি স্প্যানিশ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদের বিষয়ে কার্যক্রম শুরু করেছেন। ধারনা করা হচ্ছে বর্তমান সভাপতি লুইস রুবিয়ালেসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গত সোমবার তিনি বলেছেন যে তার লক্ষ্য‘স্পেনের ফুটবলকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে ফুটবল ফেডারেশনকে বিশ্বসেরা ফুটবল সংস্থায় পরিণত করা।’
বর্তমানে রুবিয়ালেসের বিরোধ রয়েছে লা লীগার সভাপতি জাভিয়ার তেবাসের সঙ্গে। ম্যাচ সুচি, বিদেশে খেলা এবং গত অক্টোবরে ক্লাসিকো স্থগিত করা সহ বিভিন্ন ইস্যুতে দুই জনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী টোকিও অলিম্পিকের পর চলতি বছরের মধ্যভাগে এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে রুবিয়ালেস অনুরোধ করেছেন ইউরো ২০২০ এর আগে সেটি সম্পাদনের জন্য। আগামী ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউরো টুর্নামেন্ট। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান