খোঁজ মিলেছে স্বজনদের

বিমান  দুর্ঘটনায় নিহত বিলকিস আরা ও পিয়াস রায়ের স্বজনদের খোঁজ মিলেছে। শনিবার সকালে দুজনের আত্মীয় নেপালের বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছেন।

ইউএস-বাংলার উড়োজাহাজ থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া বিলকিস আরা ও পিয়াস রায়ের কোনো স্বজন গতকাল পর্যন্ত নেপালে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেননি। এই দুই যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বর সংগ্রহ করা হয়েছিল। এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় দুজনের ছবি সংগ্রহ করেছিল দূতাবাস।

নেপালে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি আল আলিমুল ইমাম প্রথম আলোকে জানান, আজ সকালে পিয়াস রায়ের বাবা নেপালে বাংলাদেশ দূতাবাসে এসে যোগাযোগ করেন। বিলকিস আরার আত্মীয় বাংলাদেশে নেপাল দূতাবাসে যোগাযোগ করেছেন।

এমআর/