যুক্তরাষ্ট্রের এক নারী ইউটিউবে খ্যাতির আশায় তার বয়- ফ্রেন্ডের বুকে গুলি করে।
মি. রুইজ এবং মিস পেরেস নিয়মিত তাদের জীবনযাত্রার বিডিও প্রতিদিন ইউটিউবে পোস্ট করতেন। তারই ধারাবাহিকতায় , পেড্রো রুইজ তার বুকের সামনে একটি ডিকশনারি ধরে রাখেন এবং গার্ল-ফ্রেন্ড মোনালিসা পেরেসকে বলেন গুলি করতে।যেই কথা সেই কাজ। ১.৫ ইঞ্চি পুরু ডিকশনারি ভেদ করে গুলি তার বুকে গিয়ে লাগে।
হাসপাতালে নেয়া হলে ডাক্তার মি. রুইজকে মৃত ঘোষণা করে।
এঘটনায় যুক্তরাষ্ট্রের একটি আদালতো মামলা হলে আদালত সেই নারীকে ৬ মাসের জেল দিয়েছে।