‘পদ্মাবত’র পর এবার ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’। সঞ্জয় লীলা বানশালীর পদ্মাবত’র পর এবার অল ইন্ডিয়া ডেমোক্রাটিক ওম্যানস অ্যাসোসিয়েশনের কোপে পড়ল রাম গোপাল বর্মার সিনেমা। শুধু তাই নয়,‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’য়ের পরিচালক রাম গোপাল বর্মাকে আইনি নোটিস পাঠানোর চিন্তাভাবনাও শুরু করেছে ওই সংগঠন। বুধবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।
সম্প্রতি একটি তেলুগু চ্যানেলে নারীদের সম্পর্কে ‘অশ্লীল’ ভাষা প্রয়োগ করেছেন রাম গোপাল বর্মা। ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ জুড়েও নায়িকার মুখে পরিচালক নারীদের সম্পর্কে ওই ধরনের ভাষা বসিয়েছেন বলেও অভিযোগ। সেই কারণেই রাম গোপাল বর্মার বিরুদ্ধে বিশাখাপত্তনমে সম্প্রতি বিক্ষোভ দেখানো হয়। আর সেখানেই বলিউডের ওই জনপ্রিয় পরিচালকের কুশপুতুলও দাহ করা হয় বলে খবর।
সম্প্রতি প্রকাশ পায় রাম গোপাল বর্মার সিনেমা ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর ট্রেলার। ২৬ জানুয়ারি মুক্তি পাবে ওই সিনেমা। এই সিনেমার হাত ধরেই বলিউডে আসছেন আরও এক পর্নস্টার মিয়া মালকোভা। এখন দেখা যাক, বলিউডে কতটা জায়গা করে নিতে পারেন পর্নস্টার মিয়া মালকোভা।
আজকের বাজার: সালি / ২৪ জানুয়ারি ২০১৮