গণতন্ত্রের জয় হল হংকংয়ে

হংকং এর স্থানীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে গণতন্ত্রপন্থী প্রার্থীরা। গত রবিবার এই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রেকর্ড সংখ্যক ভোটাররা বেজিং এর বিপক্ষে ভোট দেয়। দেশটির প্রায় ৭০ শতাংশ জনগন ভোটাধিকার প্রয়গ করে। এতে ভোটের দিনিই ইঙ্গিত পাওয়া যায় যে বেজিং পন্থিদের বড় ধরনের ভরাডুবি হবে।

আরটিএইসকে বার্তা মাধ্যমে বলা হচ্ছে গণতন্ত্রপন্থী প্রার্থীরা প্রায় ৯০ শতাংশ আসন পেয়েছে। গণতন্ত্রপন্থীরা ১৮টি জেলা পরিষদের ১৭টি নিয়ন্ত্রণ করবে। গণতন্ত্রপন্থীরা এর আগে একটি জেলাও নিয়ন্ত্রণ করতো না।

হংকংয়ে কয়েকমাস ধরে চলা বিক্ষোভ-সংঘর্ষর পর নির্বাচনের এ ফল নেতা ক্যারি লামের নেতৃত্বে আঘাত এবং বিক্ষোভকারীদের আন্দোলনে জনসমর্থনেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

আজকের বাজার/লুৎফর রহমান