ভারতের ৭১তম গণতন্ত্র দিবস উদযাপন করেছে ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশন। রবিবার তাদের চ্যান্সেরি প্রাঙ্গনে হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে দেয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন। ভারত থেকে আসা ভারতীয় সেনাবাহিনীর মহার রেজিমেন্টাল ব্যান্ড অনুষ্ঠানে ভারতীয় জাতীয় সংগীত পরিবেশন করে।
ঢাকায় অবস্থানরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক গণতন্ত্র দিবস উদযাপনে যোগ দেন। একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা ভারতের ঐক্যকে তুলে ধরেন। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ভারতের ৭১তম গণতন্ত্র দিবস উদযাপন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান