ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রকে ‘রক্ষা করা যাবে না’ বলে শনিবার মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘গণতন্ত্র, সাংবাদিকতা, দেশ এবং এর স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া সুরক্ষিত করা যাবে না, এই বিষয়ে একটি বার্তা দেয়া উচিত।’
বিএনপি নেতা বলেন, ‘বর্তমান পরিস্থিতি বদলানো ছাড়া কোনো উপায় নেই। এই ফ্যাসিবাদী সরকারকে সরানোর একমাত্র উপায় হলো ঐক্যবদ্ধ আন্দোলন এবং সংগ্রাম। আমাদের সেই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হবে।’
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই এসব কথা বলেন। ফখরুল বলেন, গণতন্ত্রকে ‘পুনরুদ্ধার’ করার জন্য জনগণ ও রাজনৈতিক দলগুলোর ঐক্য এখন জরুরি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলে বর্তমানে দেশে কোনো রাজনৈতিক মূল্যবোধ নেই। আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনও একসাথে যায় না এবং তাদের রসায়নে কোনো গণতন্ত্র নেই। তারা মনে করে তারাই সব কিছু এবং তারা দেশ পরিচালনা করবে এবং সবকিছু নিয়ন্ত্রণ করবে।’
তিনি বলেন, সরকারের ‘দমন-পীড়নমূলক’ আচরণের কারণে মিডিয়া ও সাংবাদিকরা সবচেয়ে কঠিন সময় পার করছেন। ‘এখানে একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, বিশেষত ভয় এবং আতঙ্কের, এখন কেউ নির্দ্বিধায় তাদের মতামত প্রকাশ করার সাহস করে না।’ সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান