জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে সংসদীয় গণতন্ত্রের চর্চাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। আগামী প্রজন্মের শিক্ষার জন এখনই এ ব্যাপারে চিন্তা করতে হবে।
আজ দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ও হাজী রমজান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁও বক্তব্য রাখেন। তথ্য-বাসস
আজবের বাজার/আখনূর রহমান