গণতন্ত্রের সূচকে বিশ্বের ১৬৭টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশ আট ধাপ পিছিয়ে ৯২তম অবস্থানে রয়েছে বলে ব্রিটিশ পত্রিকা দ্যা ইকোনমিস্টের গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লন্ডনভিত্তিক দ্যা ইকোনমিস্ট গ্রুপের ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট গতকাল বুধবার এই সূচক প্রকাশ করে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সরকারে ভারসাম্য ও জনসমর্থন, রাজনীতিতে জনসম্পৃক্ততা এবং মত প্রকাশের স্বাধীনতার মতো মানদণ্ডে বিশ্বের দেশগুলোকে পৃথক করেছে এই প্রতিবেদন। যেখানে রাষ্ট্রসমূহকে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড গণতন্ত্র ও স্বৈরতন্ত্রে অভিহিত করা হয়। সূচকে বাংলাদেশ রয়েছে তৃতীয় ভাগে। এ ছাড়া মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে ৪৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মাত্র ৩০টি দেশে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আর গণতন্ত্র চর্চায় শীর্ষে রয়েছে নরওয়ে, আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড।
ভারতের অবস্থানও ৩২তম থেকে পিছিয়ে হয়েছে ৪২তম। আর তলানিতে অবস্থান করছে উত্তর কোরিয়া।
আজকের বাজার:এসএস/১ফেব্রুয়ারি ২০১৮