আগামি সংসদ নির্বাচন সুষ্ঠু করতে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে। প্রধানমন্ত্রী সারাদেশ সফর করছেন। বড় বড় জনসভায় বক্তব্য দিচ্ছেন এবং ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করছেন। আমরাও সারাদেশে জনসভা শুরু করেছি।আমরাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সারাদেশে জনসভা শুরু করেছি। নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করছি।
মঙ্গলবার ১৬ মে দুপুরে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
প্রসঙ্গত, গত ৭ মে সম্মিলিত জাতীয় জোট নামে নতুন রাজনৈতিক জোট ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
ওইদিন জোটের প্রধান মুখপাত্র ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, সম্মিলিত জাতীয় জোট আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে।
আজকের বাজার: আরআর/ ১৬ মে ২০১৭