স্বাভাবিক জীবনযাপন এবং স্কুলে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরিসহ বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৫ জুলাই সাঁথিয়া থানার ওসির কাছে লিখিত আবেদন করেছে ওই ছাত্রী। সেই আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে থানা পুলিশ।
অভিযুক্ত বখাটেরা হল- সাঁথিয়া উপজেলার ফকিরপাড়ার মজিদ ফকিরের ছেলে মো. মোজাহিদ, সাঁথিয়ার মহিম গাছার রজব আলীর ছেলে মো. রতন ও পিপুলিয়ার মো. বকুলের ছেলে মো. আশিক। এর মধ্যে মোজাহিদ ও রতন জামায়াত-শিবিরের ক্যাডার বলে কিশোরীর পরিবার জানায়।
গণধর্ষণের হুমকিতে দুই সপ্তাহ গৃহবন্দি এক কিশোরী। তার স্কুলে যাওয়া বন্ধ। ভীষণ ভয় ও আতঙ্কে কাটছে তার প্রতিমুহূর্ত। হুমকিতে মানসিকভাবে বিপর্যন্ত ওই কিশোরী। ওই কিশোরী পাবনার সাঁথিয়া পাইলট মডেল হাইস্কুলের ছাত্রী।
থানায় অভিযোগের খবর পেয়ে বখাটেরা আরও বেপরোয়া হয়ে উঠছে। কিশোরীর পরিবারের সদস্যদের ফোনে নানাভাবে প্রতিদিন হুমকি দিচ্ছে। কিন্তু কিশোরী থানায় অভিযোগ করার চার দিন পরও বখাটেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন কিশোরীর জিডি করার কথা স্বীকার করে বলেন, আমার অফিসার প্রতিদিনই বখাটেদের ধরার জন্য যাচ্ছে। কিন্তু তাদের পাওয়া যাচ্ছে না।
আজকের বাজার/আরআইএস