গণধর্ষণ মামলার প্রধান আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুর নুরের (২৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ।

পুলিশের দাবি, সন্ত্রাসীদের দুপক্ষের ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর নুর নিহত হয়েছে।
নিহত নুরের বিরুদ্ধে থানায় ৩টি ছিনতাইয়ের মামলাও রয়েছে বলে জানিয়েছে আনোয়ারা থানা পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, রবিবার সকালে উপজেলার বারখাইন ইউনিয়নে চায়না ইকোনমিক জোনের পাশে হাজীগাঁও পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুন নুরের বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে।

এর আগে শনিবার কিশোরী গণধর্ষণ মামলায় অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক মো. মামুন (১৮) ও মো. হেলাল উদ্দিন নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার রাতে আনোয়ারা ইপিজেডের একটি জুতা কারখানায় কাজ শেষে সিএনজি অটোরিকশা যোগে নিজ বাড়ি চন্দনাইশে ফেরার পথে আনোয়ারা চাতরি চৌমুহনী এলাকায় নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা কিশোরীকে গণধর্ষণ করে। পরে তাকে রাস্তার পাশে ফেলে যায়। রাত ৮টার দিকে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আজকের বাজার/লুৎফর