দলীয় নেতা-কর্মীদের ক্রমবর্ধমান দ্বন্দ্বের মধ্যে গণফোরামের কেন্দ্রীয় কমিটি বাতিল করা হয়েছে। বুধবার দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কাউন্সিলে দলীয় সভাপতি ড. কামাল হোসেনকে যে ক্ষমতা দেয়া হয় তা ব্যবহার করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া পরবর্তী জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত ড. কামালকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তারা দলের রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। এ মাসের মধ্যেই আহ্বায়ক কমিটির অন্য সদস্যের নাম ঘোষণা করা হবে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনতান্ত্রিক সব অধিকার প্রয়োগ করতে পারবে বলেও জানানো হয়।
তবে জেলা, থানা/উপজেলা, পৌরসভা/ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি আগের মতই বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ড. কামালের স্বাক্ষর ছাড়াই দুজন দল থেকে একে অপরকে বহিষ্কার করায় দলের কিছু নেতার মধ্যে মারাত্মক বিরোধ দেখা দেয়। বিজ্ঞপ্তিতে ড. কামাল বলেন, সাংগঠনিক স্থবিরতা দূর করার লক্ষ্যে গত বছরের ২৬ এপ্রিল তাদের দল বিশেষ কাউন্সিল করে। সাবজেক্ট কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, তিন থেকে চারজন কেন্দ্রীয় নেতা নিজেদের পছন্দ মতো কেন্দ্রীয় কমিটি গঠন করে সভাপতির অনুমোদন গ্রহণ করেন। কিন্তু ওই কমিটির নেতৃত্বে দলে গতি সৃষ্টির পরিবর্তে অচলাবস্থা সৃষ্টি হয়। কামাল আরও বলেন, দলের কিছু নেতার ‘দায়িত্বজ্ঞানহীন’ মনোভাবের কারণে সাংগঠনিক শৃঙ্খলার অভাব দেখা দেয়। এ পরিস্থিতিতে তিনি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করতে বাধ্য হন বলে উল্লেখ করেন। সূত্র:ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান