সাধারণ সম্পাদক পদ থেকে মোস্তফা মহসিন মন্টুকে সরিয়ে ১১১ সদস্য বিশিষ্ট গণফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে ড. কামাল হোসেন পুনর্নির্বাচিত এবং সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ড. রেজা কিবরিয়া।
রেজা আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। শাহ এ এম এস কিবরিয়া ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে অর্থমন্ত্রী ছিলেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কামাল হোসেনের উপস্থিতিতে দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এই কমিটি ঘোষণা করেন।
এছাড়াও এ কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী।
সাধারণ সম্পাদক পদে সদ্য সাবেক হওয়া মোস্তফা মহসিন মন্টুকে কেন্দ্রীয় কমিটিতে এক নম্বর সদস্য পদে রাখা হয়েছে।
তবে গণফোরামের বহুল আলোচিত সংসদ সদস্য মোকাব্বির খানকে নতুন কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে রাখা হয়েছে।
সুব্রত চৌধুরী জানান, গত ২৬ এপ্রিল সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ