জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতাদের আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জোটের স্টিয়ারিং কমিটির সব সদস্যের কাছে আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী জানান, কুশল বিনিময় করার জন্য আগামী ২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় গণভবনে চায়ের দাওয়াত দেয়া হয়েছে আমন্ত্রণপত্রে।
তিনি আরও জানান, সকালে তাদের দলীয় কার্যালয়ে পাঠানো আমন্ত্রণপত্র তারা পেয়েছেন।
গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন কর্মকর্তা বেলা ১১টার দিকে তাদের দলীয় কার্যালয়ে আসেন এবং ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সব সদস্যের জন্য আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আমন্ত্রণ পেয়েছেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আ স ম আবদুর রব, সুব্রত চৌধুরী, মোস্তাফা মোহসীন মন্টু ও মাহমুদুর রহমান মান্না। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ