প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়েছে। বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি।
আজ ২০ মে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় বর্ধিত সভা। এতে সারাদেশের আওয়ামী লীগের ৭৭টি ইউনিটের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বর্ধিত সভাকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে গণভবন জুড়ে।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্যবৃন্দ, দলীয় মন্ত্রী পরিষদের সদস্য ও জাতীয় সংসদ সদস্যবৃন্দ, সকল জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর ও উপ-দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকগণ উপস্থিত রয়েছেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ২০ মে ২০১৭