গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ৫৫তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার তিনদিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। সারাবিশ্বের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতটি বেলা ১১টা ৬ মিনিটে শুরু হয়। তাবলিগ জামাতের বাংলাদেশের নেতা মাওলানা জোবায়ের হাসানের পরিচালনায় মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।

প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও তার সাথে মোনাজাতে অংশ নেন। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা-কর্মচারীরাও সেখানে উপস্থিত ছিলেন।

দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রসঙ্গত, টঙ্গীর তুগার নদীর তীরে হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীসহ বিদেশের অসংখ্য মুসল্লিরা অংশ নিয়েছেন। এই বিশ্ব সম্মেলনের দ্বিতীয় পর্ব ১৭ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভারতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন এই পর্বে।

আজকের বাজার/লুৎফর রহমান