গণভোটের ফলাফল স্থগিত করেছে কুর্দিস্তান

স্বাধীনতার প্রশ্নে গত মাসে অনুষ্ঠিত গণভোটের ফলাফল স্থগিত রাখতে শেষ পর্যন্ত সম্মত হয়েছে ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের সরকার। ইরানের বার্তা সংস্থা পার্সটুডে এ খবর জানিয়েছে।

সম্প্রতি মাসুদ বারজানির নেতৃত্বাধীন কুর্দিস্তান সরকার এক বিবৃতিতে গণভোটের ফলাফল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি বাগদাদের সঙ্গে আলোচনায় বসারও প্রস্তাব দিয়েছে তারা।

খবরে আরও বলা হয়, কুর্দিস্তানে সেনা অভিযান বন্ধ করার জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার।

ইরাক থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর ওই গণভোট অনুষ্ঠিত হয়েছিল, শুরু থেকেই যার বিরোধিতা করে আসছে ইরাকের কেন্দ্রীয় সরকার।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ওই গণভোটের ফলাফল বাতিল করে ইরাকের সংবিধানের আওতায় কুর্দিস্তান সমস্যার সমাধান করার আহ্বান জানিয়ে আসছিলেন।

ইরাক সরকারের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্য তিন প্রভাবশালী প্রতিবেশী রাষ্ট্র ইরান, সিরিয়া ও তুরস্ক ওই গণভোটের তীব্র বিরোধিতা করে তা বাতিল করার আহবান জানায়।

শেষ পর্যন্ত ব্যাপক চাপের মুখে সেই আহবানে সাড়া দিয়েছে কুর্দিস্তানের স্বশাসিত সরকার। তবে ইরাকের প্রধানমন্ত্রী গণভোটের ফলাফল ‘বাতিল’ করার আহবান জানালেও কুর্দিস্তান সরকার তা ‘স্থগিত’ করেছে।

আজকের বাজার : এমএম / ২৬ অক্টোবর ২০১৭