বর্তমান সরকারের আমলে দেশে কোন গণমাধ্যম বিরোধী আইন করা হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বুধবার,৩রা মে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই ১৯৯৬ সালে সর্বপ্রথম মিডিয়াকে উন্মুক্ত করে দেয়া হয়েছিলো। আমরা সব সময় মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী । এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, গণমাধ্যমের জন্য বর্তমানে নতুন নীতিমালা করা হচ্ছে। কারণ দেশে বর্তমানে ১৮০০ শত অনলাইন পত্রিকা রয়েছে, হাজারের উপরে দৈনিক পত্রিকা রয়েছে, ৩৮ টি টিভি চ্যানেল রয়েছে।এসব সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের জন্য সরকার নতুন আইন করছে।
এসময় তিনি অসৎ সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য দিলে অবশ্যয় আইনের আওতাধীন করা হবে। তথ্যমন্ত্রী, এআইবির প্রতিবেদন কে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করে বলেন, এই মন্তব্যগুলো বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রার প্রতি শুভ নয়। তাদের এই মন্তব্য জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে সাহায্য করবে। এর বিরুদ্ধে তিনি সাংবাদিকদের রুখে দাঁড়াতে বলেন।
আজকের বাজার:ডব্লিউ্এম/এলকে/৩রা মে,২০১৭