গণশিক্ষামন্ত্রীর খামার থেকে ১০ গরু লুট

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের দুধের খামার থেকে ১০টি উন্নত জাতের গাভী লুট হয়েছে। এই ঘটনায় শুক্রবার রাতে খামারের তত্ত্বাবধায়কের করা মামলায় একজনকে আটক করা হয়েছে।
তবে আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় জানায় পুলিশ।
উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাশে মন্ত্রীর দুগ্ধ খামার।

খামারের তত্ত্বাবধায়ক লোকমান হোসেন বলেন, ফিজার স্যারের দুগ্ধ খামারে ছোট-বড় ২৫টি গরু ছিল।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে একদল লোক গেটের তালা ভেঙে খামারে প্রবেশ করে আমাকে বেঁধে ফেলে। এরপর উন্নত জাতের প্রায় ১০টি গাভী একটি ট্রাকে তুলে নিয়ে যায় তারা। এ নিয়ে শুক্রবার রাতে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান লোকমান।

ফুলবাড়ী থানার ওসি নাসিম বলেন, চুরির মামলায় আটক সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগিরই চুরির রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তার করা যাবে।
আজকের বাজার: ওএফ/ ২৭ জানুয়ারি ২০১৮