গণহত্যার দায়ে মায়ানমার সরকারের বিচার হওয়া উচিত

আরাকানে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমার সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

রোববার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, মায়ানমার রোহিঙ্গাদের উপর যেটি করছে, সেটি গণহত্যার শামিল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যা ঘটেছিল, মায়ানমারের আরাকানে অনুরূপ ঘটনাই ঘটেছে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে আমরা এ তথ্যই পেয়েছি।

তিনি আরও বলেন, সীমান্তের ওপারে নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়াটাই রোহিঙ্গা সমস্যার মূল সমাধান নয়। পরিস্থিতি শান্ত হলেই তাদের পুনরায় নিজ দেশে ফিরে যেতে হবে।

এসময় প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে মায়ানমারকে চাপ দেয়ার আহবান জানান তিনি।

আজকের বাজার:এলকে/এলকে/ ১০ সেপ্টেম্বর ২০১৭