গণহিস্টোরিয়ায় মেহেরপুরে ৩৫ ছাত্রী অসুস্থ

গণহিস্টোরিয়া রোগে আক্রান্ত হয়ে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন ছাত্রী হাসপাতালে ভর্তি করা রয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ের জাতীয় সঙ্গীত চলার সময় সাদিয়া নাজনিন নামের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে ঐ বিদ্যালয়ের ৩৫ জন ছাত্রীর অসুস্থ হয়ে পড়ে।

শিক্ষকরা তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের ভর্তি অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হাতিভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, অসুস্থ হবার সাথে সাথে ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আর.এমও ডঃ এহসানুল কবীর জানান, এ রোগটি বাংলায় গণহিস্টোরিয়া নামে পরিচিত। এ রোগে সাধারণত মেয়েরা আক্রান্ত হয়। এক জনের দেখাদেখি অনেকেই এ রোগে আক্রান্ত হতে পারে। তবে আতঙ্কিত হবার কিছু নেই। তাদের মধ্য থেকে ভীতি দূর করতে পারলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠে।

আরএম/