গতি ফিরছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে

ফেরি চলাচলে গতি ফিরে আসছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে।

রোববার (১৯ আগস্ট) ৯ম দিনে এই রুটে ডাম্প, কে-টাইপ, মিডিয়াম ও ছোট মিলে ১৬টি ফেরি চলাচল করলেও এখনো চলতে পারছে না রো রো ফেরি।

বিআইডব্লিউটিসি’র এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানান, সপ্তাহ ধরে দৈনিক হাজার বারশ’ গাড়ি পার করলেও শনিবার এই রুটে পার করা হয়েছে ২৩শ’ যান। এর মধ্যে কিছু বাসও পার করা হয়েছে। রবিবার সকালে ঘাটে ছোট গাড়ির অল্প চাপ থাকলেও এখন নেই।

তবে ঈদের এই ভরা মৌসুমে অন্যান্যবার এই রুটে একই সময়ে পাঁচ হাজার যানবাহন পারাপার করা হতো বলেও জানান বিআইডব্লিউটিসি’র এই কর্মকর্তা।

এদিকে ফেরি সার্ভিসে প্রতিবন্ধকতার কারণে যাত্রীরা ঢাকা থেকে লোকাল বাসে চড়ে শিমুলিয়া ঘাটে এসে লঞ্চ ও স্পিডবোটে করে পদ্মা নদী পারি দিয়ে ওপারে যাচ্ছেন। পরে সেখান থেকে বাস, মাইক্রো করে গন্তব্যে পৌঁছে যাচ্ছেন তারা। ফলে লঞ্চ ও স্পিডবোট ঘাটেও ছিল ঈদে ঘরমুখো মানুষের ঢল।

বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা জানান, প্রায় তিন মাস আগে পলি পড়ে নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের মুখে একটি ডুবোচরের সৃষ্টি হয়। এর পর থেকে ড্রেজিং কাজ চললেও নাব্যতা সংকট দূর হচ্ছে না।

আজকের বাজার/এমএইচ