গত তিন বছরে নৌ দুর্ঘটনা ঘটেনি: নৌমন্ত্রী

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নৌ দুর্ঘটনা কমিয়ে আনা হয়েছে এবং গত তিন বছরে দেশে কোনো নৌ দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (৮ জুন) সকালে ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরীঘাট পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি দাবি করেন, ‘বাংলাদেশে আমরা লঞ্চ দুর্ঘটনা, বিশেষ করে লঞ্চডুবিটা বন্ধ করার চেষ্টা করে এসেছি। গত তিন বছর ধরে কোনো লঞ্চডুবি হয়নি। আমাদের মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, ডিজি শিপিং এবং নৌ সেক্টরে যারা কাজ করে- তাদেরকে নিয়ে এমনভাবে আমরা কাজ করছি, যাতে এটি না হয়। এবারও প্রত্যেকটি লঞ্চঘাটেই স্থানীয় ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড- সবাই থাকবেন।’

এবার ঈদে লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী উঠতে না পারে- সেজন্য প্রতিটি ঘাটে নৌপুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং টিসিসহ প্রশাসনের কর্মকর্তারা তৎপর থাকবে বলেও জানান নৌমন্ত্রী।

বাজেট নিয়ে নৌ-পরিবহণ মন্ত্রী বলেন, ‘বাজেট কখনো দলের হয় না, বাজেট হয় দেশের জন্য, জাতির জন্য। এবারের যে বাজেট- আমি বলবো, এর চাইতে ভালো বাজেট দেশে আর কখনো হয়নি। কোনো ধরণের কর বৃদ্ধি পায়নি। মানুষের ওপরে কোনো চাপ বৃদ্ধি পাবে না, জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়নি। কিন্তু বিএনপি সব ভালোকেই বাঁকা চোখে দেখে।’

আরএম/