বাংলাদেশের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৪৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই সময়ের মধ্যে আরও ৪৬ জন মারা গেছেন।
ফলে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ২,১৯৭ জনের মৃত্যু ঘটলো।
আর সব মিলিয়ে এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হলো ১৭২,১৩৪ জনের মধ্যে।
প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫,৬৭২টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।
এই সময়ে ২,৭৩৬ জন সুস্থ হয়েছেন, ফলে সুস্থ হওয়াদের মোট সংখ্যা দাঁড়ালো ৮০,৮৩৮ জনে।