গত ২৪ ঘণ্টায় আরও ১১৬৩ জনের করোনা শনাক্ত, ২১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ২১ জনের মৃত্যু হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫২২ জনে দাঁড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৪৮ জনে।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৫ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত সোমবার ছিল পবিত্র ঈদুল ফিতরের দিন। এদিন নমুনা তুলনামূলকভাবে কম সংগৃহীত হয়েছে এবং পরীক্ষাও কম হয়েছে।