গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৫২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের আর চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের আছেন ১ জন করে।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ২৯৩ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন। শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪২ জন, এ নিয়ে হাসপাতাল ও বাসায় মিলে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ।