গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৮৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।
হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৮৯ জন। এদের মধ্যে ঢাকায় ৮৪৭ জন এবং ঢাকার বাইরে ৭৪২ জন ভর্তি হয়েছেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ হাজার ৪৪১ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ৩ হাজার ৩৪৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২ হাজার ৯৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৬৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৪ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১৬ হাজার ৯১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। (বাসস)